ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

স্ত্রীকে ছেড়ে নায়িকার প্রেমে ‘মগ্ন’ শাহরুখ

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ২১:৪৮, ১৩ নভেম্বর ২০১৮  

শাহরুখ খান

শাহরুখ খান

বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতিই মুক্তি পেয়েছে তার অভিনীত ‘জিরো’ ছবির ট্রেলার। তবে ছবিটির ট্রেলার মুক্তি নিয়েও ছিলো অনেক বিতর্ক। আর তার মুল কারণ হলো কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি দেখানো।

এদিকে, এত কিছুর মাঝেও থেমে থাকেননি বাদশাহ। সাংবাদিকদের প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি। ক্যাটরিনা কাইফ আর আনুশকা শর্মার মধ্যে কাকে বেশি পছন্দ করেন তিনি? এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, এভাবে বলাটা কঠিন! দু’জনকেই দেখেছি ছোট থেকে ইন্ডাস্ট্রিতে লড়ে বড় হতে! তবে আমার মনটা বড়, ক্যাটরিনা-আনুশকা দু’জনেরই জায়গা হবে।

পাশাপাশি, ট্রেলার দেখানো বিতর্ককেও সযত্নে এক পাশে ঠেলে দিয়েছেন নায়ক। তিনি বলেন, একসঙ্গে এত জন মানুষের সামনে ট্রেলার মুক্তির অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম! আমি আপ্লুত, এটুকু বলেই ক্ষান্ত দিয়েছেন শাহরুখ!

নিউজওয়ান২৪/এএস