ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

পোশাকে বিপাকে কারিনা!

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ১২:৫২, ৩ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

 

দীপবীর এর রাজকীয় বিয়ের ছোঁয়া রেখেছিলেন প্রতিটি রিসেপশন। লাল গোলাপে সাজানো বড় গেট, দীপিকার ব্লাড রেড গাউন, রণভীরের জেট ব্ল্যাক স্যুট। এবারেও তার অন্যথা হল না। দেখতে দেখতে শেষ হলো দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের পার্টি।

বলিউড থেকে শুরু করে ক্রীড়াজগতেরও অসংখ্য তারকারা উপস্থিত ছিলেন এই রিসেপশনের পার্টিতে। একে একে সেলেব্রিটিরা এসে লাল গোলাপে বাঁধানো গেটের সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছিলেন পাপারাৎজির ক্যামেরায়।

কিন্তু এই গ্র্যান্ড পার্টি শুরু হওয়ার আগেই ঘটে গেল অঘটন। সেটা শুরু কারিনা-সাইফের এন্ট্রি থেকে৷ অনুষ্ঠানে কারিনার পোশাক নিয়ে তৈরি বিব্রতকর পরিবেশ। তিনি পরেছিলেন একটি শিম্যরি ব্যাকলেস গাউন। যার ব্যাকটা একটু বেশিই কাটা। আর সেটাই হজম করতে পারল না সংবাদমাধ্যম।

দীপ-বীর রিসেপশনের ভিডিওতে পরিষ্কার শুনতে পাওয়া গেল তাদের কুমন্তব্য। কারিনা পোজ দেওয়ার পর পেছন ঘুরে দাঁড়িয়েছিলেন। সেই সময় দু-একজন অপমান করে বলে উঠল, ‘ইচ্ছাকৃতভাবেই পেছন ঘুরে দাঁড়ালেন কারিনা। যাতে পিঠ দেখাতে পারে।’

অতো হইচইয়ের মধ্যে এই মন্তব্য স্বাভাবিকভাবেই কারিনা কিংবা সাইফের কান অবধি পৌঁছায়নি। তবে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের ক্ষোভে ফেটে পড়ছেন কারিনা ভক্তরা। কমেন্টে ঝড় তুলেছেন তারা।

নিউজওয়ান২৪/ইরু