ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

নয়া প্রেমে মোনালি

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৮, ২১ ডিসেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আবারো প্রেমে মজেছেন মোনালি ঠাকুর। কণ্ঠশিল্পী মেইয়াং চ্যাংয়ের সঙ্গে ব্রেক আপের পর সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে তার প্রেমিকের আলাপ করিয়ে দিয়েছেন মোনালি।

প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করে মোনালি লিখেছেন, আমার প্রেম! বন্ধুরা ওর নাম মাইক। 

হুম! মোনালির এই প্রেমিকের নাম মাইক রিচার। জার্মানির মাইক পেশায় ব্যবসায়ী।

মোনালি আরো জানান, আমার গার্ল গ্যাংয়ের সঙ্গে সুইজারল্যান্ড বেড়াতে গিয়েছিলাম। আর অনলাইনে মাইকের হোটেলে আমরা বুক করেছিলাম। কিন্তু গিয়ে দেখি, একটাও বেড ফাঁকা নেই। মাইক আমাদের জন্য ওর বাড়ির বেডরুম ছেড়ে দিয়েছিল। আর নিজে সোফায় সারারাত ঘুমিয়েছিল। সেই থেকেই পরিচয়। আর প্রেমের শুরু

নিউজওয়ান২৪/জেডআই