ঢাকা, ০১ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

‘তার’ জন্য সুন্দরীদের যেন চোখেই পরে না!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৫৪, ২৪ অক্টোবর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তারকাদের ভীড় এখন নিউইয়র্কে। কানাডায় এমন একটা জায়গা রয়েছে যাকে ‘বেগম পাড়া’ নামে সবাই চিনে। কেননা সেখানেও রয়েছে বাংলাদেশের তারকাদের একটি কমিউনিটি।

এদিকে, কানাডা ছাড়াও নিউইয়র্ক শহরকেও বলা যেতে পারে ‘তারকা পাড়া’। আর এ শহরের কাছেই থাকেন বাংলাদেশের অভিনয় জগতের অনেকেই। এদের মধ্যে রেখা আহমেদ, রওশনআরা হোসেন, শিরিন বকুল, জনা, তমালিকা কর্মকার, আঁখি চৌধুরী, রোমানা খান, রিচি সোলায়মান, শ্রাবন্তী, মিলা হোসেন, মোনালিসা, নাফিসা জাহান, ফারজানা রিয়া চৌধুরী, প্রিয়া ডায়েস সহ অনেকেরই যাওয়া আসা সময় দেখা হয়ে যায় একে অন্যের সঙ্গে।

তবে এত নায়িকার ভীড়ে এ শহরে সবাই নয়নের মণি হয়ে থাকেন একজনই। আর তিনি হলেন টনি ডায়েস। তাই যেকোন আয়োজনে তিনি থাকা মানেই অনুষ্ঠানের মধ্যমণি হয়ে থাকেন এ তারকা।

নিউজওয়ান২৪/এএস