ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

এবার ববির রক্তমুখী নীলা

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৫, ২১ মার্চ ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বেশ কিছু দিন হলো শাকিব খানের সঙ্গে ববির ‌‘নোলক’ ছবির কাজ শেষ হয়েছে। এরপর লম্বা সময় চুপচাপ ছিলেন তিনি। 

তবে নায়িকা জানালেন, চুপচাপ নয়, কাজের মধ্যেই ছিলেন তিনি। ‘রক্তমুখী নীলা’ নামে কলকাতার একটি ছবিতে কাজ করলেন এই নায়িকা। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন সব্যসাচী মিশরা। এটি পরিচালনা করছেন ভারতের জয়দীপ মুখার্জি।

অ্যাকশন-রোমান্টিক গল্পের ‘রক্তমুখী নীলা’ ছবির বেশিরভাগ অংশের কাজ এরইমধ্যে শেষ হয়েছে।

এ ছবির বাইরে মুক্তির অপেক্ষায় আছে ববির ‘বেপরোয়া’ ছবিটি। জাজ মাল্টিমিডিয়ার এ ছবিতে ববির বিপরীতে আছেন রোশান। অন্যদিকে কণ্ঠশিল্পী এসডি রুবেলের সঙ্গে ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি ছবিতেও যুক্ত হলেন সম্প্রতি।
ববি বলেন, ‘‘আমার অভিনীত ‘নোলক’-এর শুটিং প্রায় শেষ। আর ‘বেপরোয়া’ ছবিটি মুক্তির জন্য প্রস্তুত। শিগগিরই এগুলোর মুক্তির দিনক্ষণ জানা যাবে।’’

নিউজওয়ান২৪/ইরু