ঢাকা, ২৯ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

আদর্শ ফিগারের নারী মডেল

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:২৪, ৮ ডিসেম্বর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

ফিগার কিংবা শরীরের গড়ন কেমন হলে সেটাকে আদর্শ বলে? এমন প্রশ্ন নিশ্চয়ই অনেকের মনে জাগে। এবার উত্তরটি জেনে নিন অন্যের ফিগার দেখে। ব্রিটিশ মডেল, অভিনেত্রী ও টেলিভিশন ব্যক্তিত্ব কেলি ব্রুক। বিশ্বে তিনি আদর্শ ফিগারের নারী। অর্থাৎ তার ফিগারের সব কিছুর একটি সঠিক মাপ ও পরিমাণে রয়েছে।

তাই সম্প্রতি এক গবেষণায় এমন খেতাব দেয়া হয়েছে কেলি ব্রুককে। ৩৯ বছর বয়সী এই মডেলের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। বিজ্ঞান বলছে, তার চুল, নখ, হাত-পা থেকে শুরু করে সবকিছুই একেবারে আদর্শ মাপের। নারীর আদর্শ গড়নের মাপে কেলির দেহ পুরোপুরি খাপ খায়। ফলে কেলি ব্রুক পৃথিবীতে আদর্শ দৈহিক গড়নের মালিক নারীদের অন্যতম একজন হিসেবে স্বীকৃত।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, তার মডেলিং ক্যারিয়ার শুরু হয় মাত্র ১৬ বছর বয়সে। এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেয়ার পরই মডেলিং শুরু করেন কেলি ব্রুক। এরপর আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। 

এর আগেও কেলি ব্রুক একাধিকবার আদর্শ ফিগারের নারী হিসেবে বিভিন্ন ম্যাগাজিনে স্থান করে নিয়েছিলেন।

নিউজওয়ান২৪/জেডআই