ঢাকা, ৩১ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

প্রেমে পড়েছেন জাহ্নবী, ভাঙ্গতে চান না রহস্য!

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৬, ২৯ নভেম্বর ২০১৮  

জাহ্নবী কাপুর

জাহ্নবী কাপুর

শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। বলিউডে আসার আগে থেকেই লাইমলাইটে ছিলেন এ স্টার কিড। তবে বর্তমানে প্রেম নিয়ে শিরোনামে রয়েছেন তিনি। 

সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন জাহ্নবী ও অর্জুন কাপুর। সেখানে অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি প্রেম নিয়ে কথা বলেন তারা। জাহ্নবীকে উপস্থাপক প্রথম ভালোবাসার কথা জিজ্ঞেস করেন। এমনকি চারটি অপশনও দিয়ে দেন। 

অপশনে ছিলেন রাজকুমার রাও, ভিকি কৌশল, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও আয়ুষ্মান খুরানা। আর এখান থেকে প্রথম ভালোবাসার নাম হিসেবে রাজকুমারের কথা বলেন জাহ্নবী। তবে নিজের কোনো প্রেম চলছে কি-না এর কোনো উত্তর দেননি জাহ্নবী।

তিনি বলেন, ‘প্রেমের রহস্য ভাঙতে চাই না। কিছু বিষয় ব্যক্তিগতই থাক।’ অন্যদিকে তার সৎ ভাই অর্জুন নিজের প্রেমের কথা স্বীকার করলেও সেখানে মালাইকাকে নিয়ে কোনো কথা বলেননি।

নিউজওয়ান২৪/এএস