ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

প্রাক্তন প্রেমিকা রানিতেই মগ্ন অভিষেক! বলিউডে নয়া জল্পনা

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৮, ৩০ মে ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

রানি মাখার্জি ও অভিষেক বচ্চনের প্রেমের গুঞ্জন একসময় বলিউডে ছিলো ‘হট কেক’। চর্চায় ছিল এই জুটির সুপারডুপার হিট ছবি 'বান্টি অউর বাবলি'-ও। তবে, একটা সময়ে 'বান্টি অউর বাবলি'র প্রেমের রেলগাড়ি বেলাইন হয়ে যায়। ভেঙে যায় রনি-অভিষেকের সম্পর্ক। 

এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে! ২০০৭ সালে ঐশ্বরিয়া রায়ের সঙ্গে গাটছড়া বাঁধলেন অভিষেক। ২০১৪ সালে আদিত্য চোপড়ার সঙ্গে সাতপাকে ঘুরলেন রানি। এ পর্যন্ত তো সবার জানা খবর! নয়া খবর, ফের প্রাক্তন প্রেমিকার কাছেই ফিরছেন অভিষেক!

না, রিয়েল লাইফে নয়, রিল লাইফে । “বান্টি অউর বাবলি’র সিক্যুয়াল বানাচ্ছেন পরিচালক সাজিদ আলি। কাস্টিং একই থাকছে! কাজেই, অতীতের সমস্ত তিক্ততা ভুলে ফের একবার কাছাকাছি আসছেন অভিষেক ও রানি। শুধু তারা জুজনেই নন, থাকছেন অমিতাভ বচ্চনও। শোনা যাচ্ছে, আগামী মাস থেকেই শুরু হবে ছবির শ্যুটিং।

প্রসঙ্গত, ‘বান্টি অউর বাবলি’ ছাড়াও ‘কভি অলবিদা না কেহেনা’ (২০০৬), ‘লাগা চুনরি মে দাগ’ (২০০৭), ‘যুবা’ (২০০৪) সহ রানি ও অভিষেক জুটির একাধিক ছবিই বক্স অফিসে হিট।