ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

‘ওয়ার্ল্ডস হটেস্ট নার্স’ কারিনা লিন খ্যাতির পাগল নন

শোবিজ ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ১৬ সেপ্টেম্বর ২০১৯  

ক্যারিনা লিন                      ছবি: ইনস্টাগ্রাম

ক্যারিনা লিন ছবি: ইনস্টাগ্রাম

পেশায় নার্স। কিন্তু ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে হয়ে গেছেন লাস্যময়ী তারকা, অন্তত অনলাইনে লাখো অনুসারীদের কাছে তিনি তাই। তাইওয়ানের এই নার্সের নাম ক্যারিনা লিন। তার পোস্ট করা খোলামেলা ফটোগুলির ব্যাপারে বলেন, ‘আমি আসলে খ্যাতির পাগল নই, এগুলি পোস্ট করি স্রেফ আনন্দের জন্য।’

হরদম সাহসী ফটো পোস্ট করা লিন তাইওয়ানের মিন-শেং জেনারেল হাসপাতালে নার্স হিসাবে কাজ করেন। রুগিদের সেবায় তার দক্ষতা কতোটা তা জানা না গেলেও, খোলামেলা গ্লামারাস ছবি তোলা আর পোস্ট করাতে তার জুড়ি হলিউড-বলিউডের যে কোনো প্রতিষ্ঠিত তারকার সঙ্গেই হেতে পারে।

সামাজিক  যোগাযোগমাধ্যমে ক্যারিনা লিনকে 'ওয়ার্ল্ডস হটেস্ট নার্স' বলা হয়। তার কোনও ধারণা ছিল না যে সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারাস ছবিগুলি শেয়ার করার পরে তিনি রাতারাতি লক্ষ লক্ষ ভক্ত-অনুরাগীর কাছে অনলাইন সেনসেশন হয়ে যাবেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি এ কারণে ছবি তুলছি যে আমি বিখ্যাত হওয়ার চেষ্টা করছিঅ। আমি আসলে এমন কিছু করি যা আমাকে আনন্দিত করে তোলে, আমি মনে করি না যে আমি বিশেষ বা অসাধারণ কিছু। আমি কেবল একজন সাধারণ জীবন যাপন করছি।’ লিন তার পেশাকে খুব গুরুত্ব সহকারে গ্রহণ করেন, তাই তাকে নিয়ে আপত্তিকর সমালোচনা বন্ধ করেতে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ক্যাপশন লিখেছিলেন, ‘আপনি আমার কাছে ব্যক্তিগতভাবে সমালোচনা করতে পারেন, এটি আপনার বাকস্বাধীনতা, তবে আমি আমার নার্সিং পেশা নিয়ে প্রশ্ন তোলার অনুমতি আপনাকে দিতে পারি না।’ নিজের কর্মকাণ্ডকে জায়েজ করতে লিন আরো বলেন,‘আমি বুঝতে পারি না আসলে এ নিয়ে হইচইটা কেন? এমন কোনও আইন তো নেই যে কোনও নার্স ডিউটি ​​না থাকার সময়ে মডেল হতে পারবেন না!’

নিউজওয়ান২৪.কম/এসএস