ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

উষ্ণ উত্তাপে ‘রিচার্জ’ পরী!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৯:৩২, ৩০ জানুয়ারি ২০১৯  

ছবি : ফেসবুক

ছবি : ফেসবুক

“কোনো ধামাকা বা ভালো পরিকল্পনা বাস্তবায়নের আগে নিজেকে একটু ঝালিয়ে নেওয়া উচিত। তাই প্রয়োজন কিছুটা সময় নিজেকে দেয়া কিংবা প্রকৃতির সান্নিধ্যে ‘রিচার্জ’ হওয়া। সাময়িক এ অবকাশই পরবর্তীতে টনিক হিসেবে কাজ করে কোনো পরিকল্পনা বাস্তবায়নের। বালিতে ঘুরতে আসাও আমার জন্য সেই টনিকের মতো”- 

সুদূর ইন্দোনেশিয়ার বালি থেকে মুঠোফোনে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। 

এ মাসের মাঝামাঝিতে বালিতে যান তিনি। সেখানকার প্রসিদ্ধ জায়গাগুলোতে ঘুরে বেড়িয়েছেন আর ছবি আপলোড করে উষ্ণ উত্তাপ ছড়িয়েছেন ফেসবুকে।

পরীমণি। ছবি : ফেসবুক

ক্যারিয়ারের শুরুর দিকেই একসঙ্গে দুই ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পরী। সেই ধারাবাহিকতায় প্রায় দেড় ডজন ছবিও ইতিমধ্যে মুক্তি পেয়েছে। এবার দেখার পালা, বালি থেকে প্রত্যাবর্তনের পর পরীমণি কী ধামাকা আয়োজনের ঘোষণা দেন ভক্তদের জন্য।

নিউজওয়ান২৪/আ.রাফি