ঢাকা, ১৯ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

সবাই খেলে উনিও খেয়েছেন: ইনুর বক্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:১১, ২৫ জুলাই ২০১৬   আপডেট: ১৩:২৬, ২২ আগস্ট ২০১৬

প্রধানমন্ত্রী শেষ হাসিনা   -ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেষ হাসিনা -ফাইল ফটো

ঢাকা: টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পে চাল-গম ‘চুরির’ জন্য সংসদ সদস্যসহ অপরাপর জনপ্রতিনিধি ও আমলাদের দায়ী করে বক্তব্য দেওয়ায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (সোমবার) প্রধানমন্ত্রী এ বিষয়ে ইঙ্গিত করে বলেছেন, ‍‍"উনি (ইনু) সবাইকে চোর বানিয়েছেন। সবাই খেলে উনিও খেয়েছেন।"

দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় বিষয়টি উঠে এলে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত রবিবার ঢাকায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে এক অনুষ্ঠানে মন্ত্রী ইনু বলেন, “আমি তো এমপি, আমি জানি টিআর কীভাবে চুরি হয়। সরকার ৩০০ টন দেয়, এরমধ্যে এমপি সাহেব আগে দেড়শ টন চুরি করে নেয়। তারপর অন্যরা ভাগ করে। সব এমপি করে না। তবে এমপিরা করেন।”

পরে তথ্য মন্ত্রণালয় থেকে একইদিন রাতের বেলা পাঠানো এক বিবৃতিতে বলা হয়, “তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যে টিআর-কাবিখা প্রসঙ্গে প্রকাশিত সংবাদের বিষয়ে তার দৃষ্টি আকৃষ্ট হলে এ বিষয়ে মন্ত্রী কোনো বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি হলে বা কেউ এতে দুঃখ পেয়ে থাকলে তা অনভিপ্রেত বলে জানান এবং সেক্ষেত্রে নিজেও দুঃখপ্রকাশ করেন।”
নিউজওয়ান২৪.কম/এসএল

‘এমপি দেড়শ টন চুরি করে’ বক্তব্য প্রসঙ্গে তথ্যমন্ত্রীর দুঃখ প্রকাশ

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত