রোনালদোকে সামনে বসিয়ে যা বললেন ট্রাম্প
স্পোর্টস ডেস্ক
গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া এক জমকালো নৈশভোজে হাজির ছিলেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সম্মান জানাতে আয়োজিত এই ভোজে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ছিলেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক, টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কসহ বিশ্বের প্রভাবশালী ব্যবসায়ীরা।
অনুষ্ঠানে রোনালদোকে ইস্ট রুমের সামনের দিকে বসানো হয়। সেখানেই প্রেসিডেন্ট ট্রাম্প ও ক্রাউন প্রিন্স অতিথিদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্যের মধ্যেই রোনালদোর উপস্থিতিকে আলাদা করে উল্লেখ করেন ট্রাম্প। জানান, তিনি রোনালদোকে তাঁর ১৯ বছর বয়সী ছেলে ব্যারন ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।
রোনালদোকে ধন্যবাদ জানিয়ে মঞ্চে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ‘আমার ছেলে রোনালদোর বড় ভক্ত। রোনালদো যেখানে, সে-ও সেখানে থাকতে চায়। ব্যারন আজ তাকে সরাসরি দেখা করার সুযোগ পেয়েছে। আর আমার মনে হয়, শুধু তাকে পরিচয় করিয়ে দিতে পেরেছি বলেই সে এখন তার বাবাকে একটু বেশি সম্মান করছে।’
ট্রাম্পকে ঘিরে রোনালদো এর আগেও বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। চলতি বছরের জুনে নিজে স্বাক্ষর করা জার্সি উপহার পাঠান তিনি। পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা কানাডার আলবার্টার কানানাসকিসে ট্রাম্পকে বিশেষ সেই জার্সি তুলে দেন। এরপর কদিন আগে পিয়ার্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে নিয়ে রোনালদো বলেন, ‘তিনি এমন একজন ব্যক্তি, যিনি বিশ্বের পরিবর্তন ঘটাতে বা পরিবর্তনে সাহায্য করতে পারেন।’
রাজনৈতিক ও কূটনৈতিকভাবে রোনালদোদের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ। ২০১৮ সালে সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের পর সম্পর্কের টানাপোড়েন শুরু হলে দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে যাননি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খাসোগি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো তাদের মূল্যায়নে জানিয়েছিল, এই অপারেশন অনুমোদন করে থাকতে পারেন ক্রাউন প্রিন্স। তবে প্রিন্স শুরু থেকেই অভিযোগটি অস্বীকার করে আসছেন। সব মিলিয়ে তাঁর এই সফরকে তাই বিশেষভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
রোনালদোও অনেক দিন পর যুক্তরাষ্ট্রে গেলেন। এই দেশে তিনি সর্বশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৪ সালে। তবে তাঁর সামনে আবার এক বড় যাত্রা অপেক্ষা করছে। আগামী বছর বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে তাঁকে আবারও যুক্তরাষ্ট্রে আসতে হবে।
বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে ৫ ডিসেম্বর, ওয়াশিংটনের কেনেডি সেন্টারে। সেখানে থাকার কথা আছে প্রেসিডেন্ট ট্রাম্পেরও। ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ট্রাম্পের ব্যক্তিগত আগ্রহ এখন প্রায় উচ্ছ্বাসের পর্যায়ে। ইতিমধ্যেই তিনি নানা মন্তব্য করে সেই আগ্রহের প্রমাণ দিয়েছেন
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- গেইলের ১৮+
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!

কাঁদলেন মিথিলা...
মুশফিকের শততম টেস্টে হামজার বিশেষ বার্তা
‘ফাঁদে পড়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অনেক বাংলাদেশি’
ভারতকে হারিয়ে ফিফা থেকে সুখবর পেল বাংলাদেশ