ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:

১০০ মণ কেমিক্যাল জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৩, ৬ মার্চ ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার আরমানীটোলা এলাকায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় বিভিন্ন আবাসিক ভবনের গুদামে থাকা অবৈধ ও মেয়াদোত্তীর্ণ ১০০ মণ দাহ্য ও অদাহ্য রাসায়নিক (কেমিক্যাল) পদার্থ জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এই অভিযান চলে।

অভিযানের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

তিনি জানান, অভিযানে শত মণ মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল জব্দ করা হয়। এ সময় নূর ট্রেড হাউজকে ২ লাখ, নোমান পারফিউমারিকে ২ লাখ, ডিজাউন ট্রেড লিংকে ৪ লাখ, কিংসেন ট্রেডিংকে দেড় লাখ, এনবি কেমিক্যাল কর্নারকে ১ লাখ এবং জহুরা ট্রেডিং করপোরেশনকে ৫০ হাজারসহ মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়।

সারোয়ার আলম আরো জানান, অভিযানের সময় বিভিন্ন গুদামে থাকা ৩০০ টন রাসায়নিক পদার্থ ছিল। সেগুলো আগামী ৭ দিনের মধ্যে সরিয়ে অন্যত্র নেয়ার জন্য ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছেন। তারা তা না করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজওয়ান২৪/ইরু

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত