ঢাকা, ২৯ মার্চ, ২০২৪
সর্বশেষ:

স্নেহের চুমু...

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৬, ১৫ নভেম্বর ২০১৮  

তোষাখানা জাদুঘর উদ্বোধন শেষে বাবার প্রতিকৃতি মাঝে রেখে ফ্রেমবন্দি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ছবি: সংগৃহীত

তোষাখানা জাদুঘর উদ্বোধন শেষে বাবার প্রতিকৃতি মাঝে রেখে ফ্রেমবন্দি হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ছবি: সংগৃহীত

নবনির্মিত রাষ্ট্রীয় তোষাখানা জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিজয় স্মরণীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘর সংলগ্ন এলাকায় নির্মিত এ জাদুঘরের উদ্বোধন করেন তিনি। এ জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার ছোট বোন শেখ রেহানাও।

সেখানে বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে মাঝে রেখে ফ্রেমবন্দি হয়েছেন তার ‍দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। এক পর্যায়ে ছোটবোন শেখ রেহানার গালে স্নেহের এবং আদুরে চুমুও এঁকে দেন প্রধানমন্ত্রী।

বিজয় স্মরণীতে রাষ্ট্রীয় তোষাখানার ৫ তলার অত্যাধুনিক ভবনটির আয়তন ৫০ হাজার স্কয়ার ফুট। ৮০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এটি নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা শুধু আমাদের স্বাধীনতাই দিয়ে যাননি, তিনি আমাদের একটি স্বতন্ত্র দেশ উপহার দিয়ে গেছেন।

‘জাতি হিসেবে আমাদের তিনি মর্যাদা দিয়ে গেছেন। সেই মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। এই দেশকে আমাদের গড়ে তুলতে হবে। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার দেশ গড়ে তুলতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

এছাড়া ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করব, বলেন তিনি।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত