ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

সাগরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিখোঁজ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:৩৫, ২৯ জুন ২০১৫   আপডেট: ১৩:৩৮, ২৯ জুন ২০১৫

ফাইল ফটো

ফাইল ফটো

চট্টগ্রাম: চট্টগ্রামের সমুদ্র উপকূলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান এফ-৭ বিধ্বস্ত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বন্দরের বহির্নোঙরে বিমানটি বিধ্বস্থ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের লে. কমান্ডার হুদা।

তিনি জানান, চট্টগ্রামের পতেঙ্গা স্থলসীমা থেকে আট মাইল দূরে সাগরে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। এতে একজন প্রশিক্ষক ও একজন প্রশিক্ষণার্থী ছিলেন। তারা দুইজনই নিখোঁজ রয়েছেন। এর মধ্যে প্রশিক্ষণার্থী পাইলটের নাম তাহমিদ বলে জানা গেছে। তবে একটি নিউজ পোর্টাল জানায়, একজন বৈমানিক নিখোঁজ রয়েছেন।

আরও জানা গেছে, সোমবার সকালে জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর ১১টা ১০ মিনিটে বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিধ্বস্ত বিমানের অবস্থান সনাক্ত করা গেছে। বিমান বাহিনীর হেলিকপ্টার এবং নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের জাহাজ উদ্ধার অভিযানে নেমেছে।

নিউজওয়ান২৪.কম/আরকে



আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত