ঢাকা, ০৬ মে, ২০২৪
সর্বশেষ:

সাগরে ডুবে ২০ রোহিঙ্গার মৃত্যু

বিশ্ব সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭, ২৭ ডিসেম্বর ২০২২  

উন্নত জীবনের আশায় সমুদ্র পাড়ি দিতে গিয়ে গত কয়েক সপ্তাহে নৌকা ডুবে অন্তত ২০ রোহিঙ্গার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই তথ্য জানিয়েছে।

ইন্দোনেশিয়ার স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, সাগরে কয়েক সপ্তাহ ভেসে থাকার পর সোমবার আচেহ প্রদেশে একটি নৌকা পৌঁছেছে। এই নৌকায় ১৭৪ জন রোহিঙ্গাকে পাওয়া গেছে; যাদের বেশিরভাগই পানিশূন্য, ক্লান্ত এবং জরুরি চিকিৎসার প্রয়োজন।

সোমবার ইউএনএইচসিআর বলেছে, গত প্রায় এক দশকের মধ্যে সমুদ্রে রোহিঙ্গাদের জন্য সবচেয়ে প্রাণঘাতী বছর হতে যাচ্ছে ২০২২ সাল। এই বছর বাংলাদেশের শরণার্থী শিবির থেকে মরিয়া হয়ে পালানোর চেষ্টা করেছেন রোহিঙ্গারা।

বাংলাদেশের সীমান্তবর্তী বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমরা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে আসছেন। বছরের পর বছর ধরে এই রোহিঙ্গাদের অনেকে থাইল্যান্ড, মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পালিয়ে গেছেন। প্রত্যেক বছরের নভেম্বর থেকে এপ্রিলের মাঝে সমুদ্র যখন কিছুটা শান্ত থাকে, সেই সময় রোহিঙ্গারা প্রতিবেশি দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর প্রাণঘাতী অভিযান থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে বাংলাদেশের জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলোতে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। সূত্র: রয়টার্স।

বিশ্ব সংবাদ বিভাগের সর্বাধিক পঠিত