কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
নিউজওয়ান২৪.কম রিপোর্ট
ফাইল ছবি
কুয়েতের নাগরিকদের সীমিত সংখ্যায় বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন দিয়েছে দেশটির সরকার।
সম্প্রতি কুয়েত টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (নাগরিকত্ব ও পাসপোর্ট) মেজর জেনারেল শেখ মাজেন আল-জাররাহ অভিবাসন মন্ত্রণালয়কে পাঠানো এক পরিপত্রে একথা জানান।
এই অনুমোদনের ঘটনা কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহর বাংলাদেশ সফর শুরুর আগের। প্রসঙ্গত, তার সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় কুয়েতে বাংলাদেশিদের জন্য নতুন করে ভিসা উন্মুক্ত হওয়ার সম্ভাবনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করছে বাংলাদেশি অনেক মহল।
এদিকে, বাংলাদেশি কর্মী নিয়োগ প্রসঙ্গে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, শুধুমাত্র বিশেষ ব্যবস্থায় বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। এর আওতায় কুয়েতিরা একজন করে বাংলাদেশিকে গৃহকর্মী হিসেবে নিতে পারবে। তবে যাদের অধীনে ইতোমধ্যেই একজন বাংলাদেশি আছে- তারা এই সুযোগ পাবে না।
পরিপত্রে আরও বলা হয়েছে, যারা এর আওতায় বাংলাদেশি কর্মী নিয়োগ করবেন তাদের নিজের নামে বাড়ির মালিকানা থাকতে হবে। এছাড়া যাদের অধীনে এরই মধ্যে অধিক সংখ্যায় বিদেশি কর্মী আছে- তারাও এই সুযোগের বাইরে থাকবে। গত ১ মে থেকে এই আদেশ কার্যকর হয়েছে।
শেখ জাবেবের ঢাকা সফরের আগেই অনুমোদন
এই অনুমোদনের ঘটনা কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল-হামাদ আল-সাবাহর বাংলাদেশ সফর শুরুর আগের। শেখ জাবের বর্তমানে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে রয়েছেন। গতকাল (মঙ্গলবার) বিকেলে তিনি তার উচ্চ পর্যায়ের সফরসঙ্গীদের নিয়ে বিশেষ বিমানে করে বাংলাদেশে আসেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কুয়েতী প্রধানমন্ত্রী শেখ জাবের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন বুধবার। এদিন তার সম্মানে বিশেষ ভোজসভার আয়োজন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
কুয়েতি প্রধানমন্ত্রী এশিয়ার কয়েকটি দেশ সফরের প্রথম ধাপে ঢাকা পৌঁছেন। বাংলাদেশ সফর শেষে তিনি ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপান সফর করবেন।
নিউজওয়ান২৪.কম/একে
- পাকিস্তানি পরমাণু হামলা ঠেকাতে পারবে না ভারত: রুশ বিশেষজ্ঞ
- ইমরান খানের স্ত্রী শুকরের মাংস পাকান!
- কুয়েতে সীমিত আকারে বাংলাদেশি পুরুষ গৃহকর্মী নিয়োগের অনুমোদন
- অভিযানে পিস্তল জ্যাম, দারোগা মুখে বললেন ‘ঠা ঠা’! (ভিডিও)
- ‘বিশেষ অঙ্গ’ বড় হওয়ায় আদালতে প্রেমিকার অভিযোগ!
- কে হবে শ্রেষ্ঠ ‘গাই সুন্দরী’!
- থাই-উপসাগরের তলায় শুয়ে আছে ফ্লাইটএমএইচ৩৭০!
- এবার সৌদিতে প্রকাশ্যে নারী নিগ্রহ
- যে তিন কারণে `মনহুশ` রাহুল!
- ভুটানের প্রধানমন্ত্রী হলেন ময়মনসিংহ মেডিকেলের ছাত্র
- নেপালে পাহাড়ি এলাকায় কলেজবাস খাদে, নিহত ২১
- ‘সিমেন্টের ব্যাগ’-এ বিয়ের পোশাক!
- শান্তিমিশনে যৌন হয়রানি: ২ ভারতীয় সেনার শাস্তি
- মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আসছে!
- পাপোষে হিন্দু দেবদেবী ও কোরানের ছবি: বিতর্কে অ্যামাজন

দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু খেলা
টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের
চন্দ্রগ্রহণের সময় রাসুল (সা.) যে আমল করতেন
রাজধানীর সব বাস চলবে একক কোম্পানিতে