ঢাকা, ২৩ জুলাই, ২০২৫
সর্বশেষ:

আগুনে পোড়া রোগীর চোখের যত্নে করণীয়

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ২৩ জুলাই ২০২৫  

ছবি: অন্তর্জাল

ছবি: অন্তর্জাল


আগুনের ভয়াবহ দুর্ঘটনায় শুধু ত্বক নয়, চোখও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন- তাপ, ধোঁয়া বা রাসায়নিকের সংস্পর্শে চোখে ক্ষতের সৃষ্টি হলে অন্ধত্বের ঝুঁকি থাকে। তাই চোখের যত্ন নেওয়া খুবই জরুরি।

বিষয়টি নিয়ে বেসরকারি গণমাধ্যমে পরামর্শ দিয়েছেন — ড. মো. আরমান হোসেন রনি (চক্ষুবিশেষজ্ঞ ও সার্জন: জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, শেরেবাংলানগর, ঢাকা)। তো চলুন আমরা জেনে নিই, জেনে নিই আগুনে পোড়া রোগীর চোখের যত্ন করণীয় সম্পর্কে-

> পানির ব্যবহার
সেঁক লাগার সঙ্গে সঙ্গে ১৫-২০ মিনিট ঠাণ্ডা ও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। চোখে কিছু পড়লে নিজে তোলার চেষ্টা করবেন না। চোখ ঘষা বা ঘরোয়া কিছু ব্যবহার থেকে বিরত থাকুন।

> দ্রুত চিকিৎসকের কাছে যান
চোখে পোড়ার প্রভাব দেখতে না পেলেও চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিন। কর্নিয়া বা কনজাংটিভার ক্ষতি হয়েছে কি না তা নির্ণয় করে চিকিৎসা শুরু জরুরি।

> চোখকে সংক্রমণ থেকে বাঁচান
ধুলা, ধোঁয়া, গ্যাস বা রাসায়নিকের সংস্পর্শ এড়িয়ে চলুন। রোগী যেন চোখে হাত না দেয়, সেটি নিশ্চিত করুন।

> নিয়মিত ওষুধ ব্যবহার
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিচের ওষুধগুলো ব্যবহার করতে হতে পারে-

অ্যান্টিবায়োটিক ড্রপ/মলম: সংক্রমণ প্রতিরোধে

লুব্রিকেন্ট ড্রপ: শুষ্কতা ও অস্বস্তি কমাতে

স্টেরয়েড ড্রপ (প্রয়োজনে): প্রদাহ কমাতে, তবে শুধু চিকিৎসকের পরামর্শে

ব্যথার ওষুধ: অস্বস্তি কমাতে

> নিয়মিত ফলোআপ করুন
চিকিৎসকের কাছে নিয়মিত যেতে হবে চোখের উন্নতি পর্যবেক্ষণে। চোখে ছানি, ঘা বা অন্য সমস্যা হচ্ছে কি না তা পর্যবেক্ষণে রাখুন।

> সানগ্লাস ও আই শিল্ড ব্যবহার
রোদ, ধোঁয়া ও ধূলিকণা থেকে চোখ রক্ষায় সানগ্লাস পরুন। রাতে ঘুমের সময় নরম আই শিল্ড ব্যবহার করলে চোখের সুরক্ষা বাড়ে।

> মানসিক সহায়তা দিন
চোখে ক্ষতির ফলে রোগী মানসিকভাবে ভেঙে পড়তে পারে। ধৈর্য রাখতে সাহায্য করুন, পাশে থাকুন।

> পুষ্টিকর খাবার খান
ভিটামিন এ-সমৃদ্ধ খাবার যেমন- গাজর, ডিমের কুসুম, কুমড়া। সবুজ শাকসবজি ও পর্যাপ্ত পানি দ্রুত আরোগ্যে সহায়তা করে।

লাইফস্টাইল বিভাগের সর্বাধিক পঠিত