পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলে যে সুখবর পাবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক

ছবি: অন্তর্জাল
পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে একেবারেই সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। তবে ঘরের মাঠে ফিরেই পাল্টে গেছে চিত্র। লিটন দাসের নেতৃত্বে দুর্দান্ত পারফরম্যান্সে টানা ২ ম্যাচ জিতে সিরিজ ১ ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে টাইগাররা। এখন চোখ শেষ ম্যাচে জয় তুলে নেওয়ার দিকে—যেখানে জয় মানেই র্যাঙ্কিংয়ে সুখবর।
বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তান রয়েছে ৮ম স্থানে। বাংলাদেশ রয়েছে ১০ম। তবে সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে পারলে বাংলাদেশ ১ ধাপ এগিয়ে নবম স্থানে পৌঁছাতে পারে। এতে করে আফগানিস্তানকে টপকে যাবে লাল-সবুজের দল।
সিরিজের শুরুতে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ২২০। প্রথম ম্যাচে ৭ উইকেটে জিতে এরই মধ্যে সেই অবস্থান আরো মজবুত করেছে দলটি। যদি বাকি ম্যাচেও জয় আসে, তবে রেটিং পয়েন্ট বেড়ে ২২৩-এ দাঁড়াবে। ঠিক একই পয়েন্টে রয়েছে আফগানিস্তান। ফলে ভগ্নাংশের ব্যবধানে যেই এগিয়ে থাকবে, সেই নবম স্থানে অবস্থান নেবে।
অন্যদিকে যদি পাকিস্তান ৩-০ ব্যবধানে হেরে যায়, তবে তারা হারাবে ৪ পয়েন্ট। যদিও তাতে র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানে পরিবর্তন হবে না, থাকবে সেরা আটেই। তবে বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতে, সেক্ষেত্রে পাবে মাত্র ১ পয়েন্ট, পাকিস্তান হারাবে ২ পয়েন্ট। তাতেও দুই দলের অবস্থান অপরিবর্তিত থাকবে।
আর যদি সিরিজের শেষ ম্যাচ পাকিস্তান জিতে নেয়, তাহলে দুই দলের জন্যই র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসবে না। এখন দেখার বিষয়—সিরিজ শেষে হাসবে কে, বাংলাদেশ না পাকিস্তান?
নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ
- ছয় বলেই কেন এক ওভার?
- টিম ইন্ডিয়াকে নিয়ে বিদ্রুপ: ক্ষমা চেয়েছে প্রথম আলো!
- এবারো কী ১৪ জন খেলবে টাইগারদের বিরুদ্ধে!
- আনন্দবাজারকে মুস্তাফিজুর
`আপনা আপনিই ওটা হয়, কেউ শেখায়নি` - বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিট যেভাবে পাবেন?
- রোনালদোকে বিয়ের দাওয়াত দিলেন মেসির স্ত্রী
- ফের নগ্ন আম্পায়ারিংয়ের শিকার বাংলাদেশ
- বিজয় দিবসে লিভারপুলের শুভেচ্ছা
- অনুশীলনের ফাঁকে মাশরাফির ‘দুষ্টুমি’ (ভিডিও)
- দেশের মাটিতে ‘কিংবদন্তী‘র শেষ ম্যাচ!
- সেই সৌম্যই সমাধান?
- `লিটইন্যা`র সেঞ্চুরি
- গেইলের ১৮+
- প্রীতির দলে নেই শেবাগ, প্রশ্ন উঠেছে ‘সম্পর্ক’ নিয়ে!
- যে কারণে মেসির কথা শুনে কেঁদেছিল পুরো আর্জেন্টিনা দল