ঢাকা, ২৯ মে, ২০২৫
সর্বশেষ:

শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলা, রাষ্ট্রপতির শোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০১, ২১ এপ্রিল ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

একের পর এক বোমা বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা। রবিবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকালে দেশটিতে ইস্টার সানডে উদযাপনের সময় কলম্বো ও এর আশপাশের বিভিন্ন স্থানের গির্জাসহ অন্তত ৬টি স্থাপনায় আকস্মিক বোমা হামলার ঘটনা ঘটে।

এতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ বিদেশ পর্যটকসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত দেড় শতাধিক। তাছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে পাঁচশ জন। এ দিন ৩টি গির্জা ছাড়াও আরও প্রায় বেশ কয়েকটি হোটেলেও ঘটানো হয় এই বিস্ফোরণ। -খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এদিকে কলম্বো পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এ দিন রাজধানীর উত্তরাঞ্চল ছাড়াও এর পার্শ্ববর্তী নেগ্বো শহরের চার্চে ঘটানো হয় আত্মঘাতী এই বিস্ফোরণ। যদিও এর প্রকৃত কারণ এবং ঠিক কারা এর সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এর কারণ অনুসন্ধান এবং অপরাধীদের গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

নির্মম এ হামলায় ইতোমধ্যে তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। একইসঙ্গে হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন তিনি।

প্রধানত বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ শ্রীলঙ্কার প্রায় ছয় ভাগই ক্যাথলিক। তাছাড়া মুসলমানসহ নানা ধর্মের লোকের সংখ্যাও সেখানে কম নয়। দেশটিতে বর্তমানে অসংখ্য বাংলাদেশিও বসবাস করেন। ভয়াবহ এ বোমা হামলায় এখন পর্যন্ত কোনো বাংলাদেশি হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশের নাগরিকরা বর্তমানে নিরাপদে আছেন উল্লেখ করে দেশটিতে নিযুক্ত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ বলেন, ‘নির্মম এ হামলায় হতাহত বিদেশিদের মধ্যে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির খবর পাওয়া যায়নি।’

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত