ঢাকা, ২৮ মার্চ, ২০২৪
সর্বশেষ:

রোহিঙ্গাদের অধিকার নিশ্চিতে ওআইসি নেতাদের প্রতি আহ্বান: শাহরিয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

অধিকার নিশ্চিত ও নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসনে রোহিঙ্গাদের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে ওআইসি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। 

সুইজারল্যান্ডের জেনেভায় ওআইসিসির শীর্ষ বৈঠকে বৃহস্পতিবার এই আহ্বান জানান তিনি। 

শাহরিয়ার আলম বলেন, “বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশীদারমূলক দায়বদ্ধতা রয়েছে। সেই সঙ্গে নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে তাদের প্রত্যাবাসনের বিষয়টিও নিশ্চিত করার দায়িত্বও আন্তর্জাতিক সম্প্রদায়ের।”

তিনি বলেন, “নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাদেশ শুধু তাদের জীবনই বাঁচায়নি, বরং পুরো এই অঞ্চলের স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রেখেছে।”

সম্মেলনে রোহিঙ্গাদের ভাসান চরে স্থানান্তরে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য ‘একটি নিরাপদ আবাসস্থল’ তৈরির আহ্বান জানান।

ওআইসির এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও তুরস্ক, সৌদি আরব, মিশর, ইন্দোনেশিয়া, পাকিস্তান, লেবানন, জর্ডান, লিবিয়া, ফিলিস্তিন এবং মালদ্বীপের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে তারা রোঙ্গিাদের ব্যাপারে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত