ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

রাজাকারের তালিকা প্রকাশ: প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১৪, ১৫ ডিসেম্বর ২০১৯  

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।- ছবি সংগৃহীত

সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।- ছবি সংগৃহীত

মুক্তিযুদ্ধে খুন, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠনে পাকিস্তানি বাহিনীকে যারা সহযোগিতা করেছিল সেসব রাজাকারদের তালিকা প্রকাশ করেছে সরকার।

রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এ তালিকা প্রকাশ করেন। 

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথি পর্যালোচনা করে প্রথম ধাপে ১০ হাজার ৭৮৯ জনের তালিকা প্রকাশ করা হল। এ তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

তিনি আরো বলেন, তৎকালীন বিভিন্ন জেলার রেকর্ড রুমে থেকে এবং বিজি প্রেসে ছাপানো তালিকাও সংগ্রহের প্রচেষ্টা চলছে। যাচাই-বাচাই করে ধাপে-ধাপে আরো তালিকা প্রকাশ করা হবে। 

নিউজওয়ান২৪.কম/এমজেড

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত