ঢাকা, ১৫ জুলাই, ২০২৫
সর্বশেষ:

রাজধানীসহ সারাদেশে বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৪, ১৮ ডিসেম্বর ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে ১ হাজার ১৬ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। বিজিবির এসব সদস্য নির্বাচনী এলাকায় টহল দেবে। যেকোনো ধরণের নির্বাচনী সংঘাত ও সহিংসতা রোধে ব্যবস্থা নেবে। 

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মোতাবেক বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজিবি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর ও ঢাকা বিভাগীয় এলাকায় মোট ১৪১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সারাদেশেই বিজিবি সদস্যরা যার যার নির্ধারিত স্থানে অবস্থান নিতে শুরু করেছে।

ঢাকা মহানগর ও ঢাকা বিভাগীয় এলাকায় মোট ১০১৬ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া সারাদেশেই বিজিবি সদস্যরা যার যার নির্ধারিত স্থানে অবস্থান নিতে শুরু করেছে। পরে ঘোষণা দিয়ে তাদের নির্বাচনী মাঠে মোতায়েন করা হবে।

এদিকে ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, কুমিল্লার ১১টি ও চাঁদপুরের ৬টি সংসদীয় আসনে সকাল থেকে বিজিবি মোতায়েন শুরু করা হয়েছে।

নিউজওয়ান২৪/এএস

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত