মেধাবী তরুণ সমাজকে মাদক নির্মূলে এগিয়ে আসতে হবে
নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, তরুণ সমাজ দেশ গড়ার কারিগর। বাংলাদেশের জনসংখ্যার একটা বড় অংশ তরুণ, সে কারণে তরুণদের মাধ্যমেই দেশের সব ইতিবাচক পরিবর্তন সম্ভব। মেধাবী তরুণ প্রজন্ম উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। মাদক নির্মূলেও তাদের এগিয়ে আসতে হবে।
মঙ্গলবার সকালে নিজ নির্বাচনী এলাকা (রংপুর-৬) পীরগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। উপজেলা প্রশাসন আয়োজিত পীরগঞ্জ পৌরসভা ও উপজেলার ১৫টি ইউনিয়নে একযোগে 'এসো আমরা মাদককে না বলি' শীর্ষক এ মাদকবিরোধী প্রচারণার উদ্বোধনকালে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন স্পিকার। এ সময় তিনি শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের দিয়ে ১০টি হাড়িভাঙ্গা আম গাছের চারা রোপণ করান।
প্রধান অতিথির বক্তৃতায় স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী সারাদেশে মাদকবিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন। মাদক শারীরিক ও মানসিক দুইভাবেই ক্ষতি করে। তাই তরুণদের মাদক থেকে বিরত থাকতে হবে এবং মাদকবিরোধী প্রচারণা চালিয়ে যেতে হবে।
এ সময় স্পিকার তরুণদের মেধা ও প্রতিভাকে কাজে লাগিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে একযোগে কাজ করার আহ্বান জানান। মাদকবিরোধী এ প্রচারণা সকলের মাঝে ছড়িয়ে দিতে নিয়মিত আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতাসহ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণের জন্য শিক্ষক-শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদক নির্মূলে মেধাবী তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রনি, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলন, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার টিএমএ মমিন, সহকারি কমিশনার ভূমি সঞ্জয় কুমার মহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন। পরে স্পিকার পীরগঞ্জের শহীদ মিনার চত্বরে বই পড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
নিউজওয়ান২৪/ইরু
- ভাষা আন্দোলনের আদ্যেপান্ত
- মহান বিজয় দিবস আজ
- সেনা কল্যাণ সংস্থার শিক্ষামূলক বৃত্তির চেক পেল ২৯৩ শিক্ষার্থী
- বারবার ধর্ষন করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
- ‘বাড়াবাড়ি করছে, দিছি...সরাইয়া’
- পিলখানা হত্যাকাণ্ড: বিজিবির সব ইউনিট শাহাদাত বার্ষিকী পালন করবে
- ট্রেনের টিকিট কাটতে লাগবে এনআইডি নম্বর
- সেনাকল্যাণের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দরবার অনুষ্ঠিত
- কুয়েতের সঙ্গে তিনটি নয়, চারটি চুক্তি স্বাক্ষর
- খালেদার আপিল শুনানির সময় ইসিতে যা ঘটেছে
- পাকিস্তানি স্কুলের মতে ‘পাঞ্জাবি অশ্লীল ভাষা’!
- আসল নকল থেকে সাবধান: ভয়াবহ বিপদ ঘটে যেতে পারে!
- অনিরুদ্ধ অপহৃত নাকি আত্মগোপনে!
- বাংলাদেশের রাজনৈতিক জরিপ ও সত্য-মিথ্যা
- ২১ ফেব্রুয়ারি
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ