ঢাকা, ১৯ মে, ২০২৪
সর্বশেষ:

মেট্রোরেলের মাধ্যমে ৪ মাইলফলক ছুঁলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৬, ২৮ ডিসেম্বর ২০২২  


মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে একই সঙ্গে প্রযুক্তিতে বাংলাদেশ চারটি মাইলফলক ছুঁয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর উত্তরার ১৫ নম্বর সেক্টরের ‘সি’ ব্লকের মাঠে মেট্রোরেল উদ্বোধনের পর সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সেগুলো তুলে ধরেন।

১. মেট্রোরেল নিজেই একটি মাইলফলক। 

২. মেট্রোরেলের মাধ্যমে বৈদ্যুতিক ট্রেনের যুগে প্রবেশ করেছে দেশ। 

৩. মেট্রোরেল পরিচালিত হবে ডিজিটাল পদ্ধতিতে, ফলে এটি হলো স্মার্ট বাংলাদেশের অংশ। 

৪. মেট্রোরেলের মাধ্যমে দ্রুত গতির ট্রেনের যুগে প্রবেশ করল বাংলাদেশ। 

এর আগে সকালে ছোটবোন শেখ রেহানাকে নিয়ে মেট্রোরেল উদ্বোধনে উত্তরার দিয়াবাড়ীতে যান প্রধানমন্ত্রী। বেলা ১১টায় উত্তরার ১৫ নম্বর সেক্টরের ‘সি’ ব্লকের মাঠে দেশের যোগাযোগ ব্যবস্থায় এ বৃহৎ অবকাঠামো উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন। সুধী সমাবেশ শেষে ছোট বোনকে নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করবেন সরকারপ্রধান।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত