ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

বিশ্ব ইজতেমার কারণে পেছাল এসএসসি ও সমমানের তিন পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৪, ১১ ফেব্রুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্ব ইজতেমার কারণে ফেব্রুয়ারির ১৬, ১৭ ও ১৮ তারিখের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

রোববার পরীক্ষা পেছানোর এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক ও পরীক্ষা নিয়ন্ত্রণ তপন কুমার সরকার।

তপন কুমার জানান, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন ১৬ ফেব্রুয়ারির পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারির পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারির পরীক্ষাটি আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। এ জন্য ব্যবহারিক পরীক্ষারও সময় পিছিয়ে যাবে।

তিনি আরো জানান, ২৬ ফেব্রুয়ারির সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৩ মার্চ। আর ২৭ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ  অনুষ্ঠেয় অন্যান্য বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হবে ৪ থেকে ১০ মার্চের মধ্যে।

আগামী ১৬ ফেব্রুয়ারি শনিবার আটটি সাধারণ বোর্ডে সকালে রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ বিষয়ের পরীক্ষা ছিলো। এদিন মাদরাসা শিক্ষা বোর্ডে সকালে বাংলা প্রথম পত্র। 

১৭ ফেব্রুয়ারি রোববার সকালে বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা ও সংগীত এবং বিকেলে আরবি, সংস্কৃত, পালি, কর্মমুখী শিক্ষা, কম্পিউটার শিক্ষা, শারীরিক শিক্ষা ও ক্রীড়া, বেসিক ট্রেড এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষার শিডিউল ছিলো। এদিন মাদরাসা বোর্ডে বাংলা দ্বিতীয় পত্র।

আর ১৮ ফেব্রুয়ারি সোমবার সকালে জীব বিজ্ঞান ও অর্থনীতি বিষয়ের পরীক্ষা নির্ধারিত ছিলো। আর মাদরাসা বোর্ডে পৌরনীতি ও নাগরিকতা, কৃষিশিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, মানবিক, উর্দু, ফার্সি বিষয়ে পরীক্ষা ছিলো। এছাড়াও কারিগরি শিক্ষা বোর্ডে এইদিন কয়েকটি বিষয়ের পরীক্ষা ছিলো।

তাবলিগ জামাতের সবচেয়ে বড় ইসলামি সম্মেলন বিশ্ব ইজতেমা এক পর্বে অনুষ্ঠিত হবে। আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী টঙ্গীর তুরাগ তীরে এ ইজতেমা অনুষ্ঠিত হবে।

নিউজওয়ান২৪/আ.রাফি

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত