ঢাকা, ২৯ মে, ২০২৫
সর্বশেষ:

বিএনপি আমলের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আমিনুল হকের ইন্তেকাল

প্রকাশিত: ১২:৪৪, ২১ এপ্রিল ২০১৯  

দীর্ঘদিন ধরে লিভার ক্যানসারে ভোগার পর সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার সকাল ১০টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করে বলে জানান মরহুমের ভাতিজা ব্যারিস্টার অনিক আর হক। সাবেক বিএনপি সরকারের মন্ত্রী সিনিয়ার আইনজীবী আমিনুল হক মৃত্যুর আগ পর্যন্ত বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন।

তাকে রাজশাহীর গ্রামের বাড়িতে দাফন করা হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা বিএনপি সভাপতি আবদুস সালাম শাওয়াল জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিয়ে গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে দেশে ফিরেন আমিনুল হক। এরপর থেকেই ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিসিইউ) চিকিৎসা নিচ্ছিলেন।

এক ছেলে ও এক মেয়ের পিতা ব্যারিস্টার আমিনুল রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে বিএনপির টিকিটে তিনবার এমপি নির্বাচিত হন। ১৯৯১ থেকে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের আগ পর্যন্ত বিএনপির এমপি ও মন্ত্রী ছিলেন। ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ছিলেন। সর্বশেষ একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ওমর ফারুক চৌধুরীর কাছে হেরে যান তিনি। 

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত