ঢাকা, ০৪ মে, ২০২৫
সর্বশেষ:

বাংলাদেশে ‘আইএস হামলার হুমকি’ বিষয়ে তথ্য নেই ব্রিটিশ সরকারের হাতে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:৪২, ২৯ এপ্রিল ২০১৯  

প্রতীকি ফাইল ফটো

প্রতীকি ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট তথা আইএসের ‘বাংলাদেশে হামলার হুমকির’ বিষয়ে কোনো তথ্য পায়নি যুক্তরাজ্য। গতকাল রবিবার রাতে বাংলাদেশ ভ্রমণসংক্রান্ত হালনাগাদ বার্তায় ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়- আইএস বাংলাদেশে হামলার পরিকল্পনা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে আমরা এ ধরনের সুনির্দিষ্ট কোনো ঝুঁকির বিষয়ে অবগত নই।

যুক্তরাজ্য সরকারের ওই ভ্রমণ বিষয়ক নোটে বরাবরের মতোই তাদের নাগরিকদের সতর্কভাবে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আইএসের অনুবাদ বিভাগ আল-মুরসালাত মিডিয়া গত বৃহস্পতিবার রাতে তুর্কি ভাষার একটি মিউজিক ভিডিওকে বাংলা ও ইংরেজি ভাষায় সাবটাইটেলসহ প্রকাশের ঘোষণা দেয়। টেলিগ্রাম নামের অ্যাপভিত্তিক যোগাযোগ মাধ্যম তাদের এ সংক্রান্ত একটি পোস্টে লেখা ছিল ‘কামিং সুন ইনশাআল্লাহ...’ অর্থাৎ ‘শিগগিরই আসছি ইনশাআল্লাহ...’। ওই ঘোষণাকে কেন্দ্র করে ভারতীয় নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আইএসের হামলার হুমকি হিসেবে প্রচার করেছে প্রতিবেশী দেশটির বিভিন্ন গণমাধ্যম। তার সূত্রে বাংলাদেশের অনেক সংবাদ মাধ্যমও ‘হট নিউজ’ হিসেবে প্রকাশ করে তা। পরে বোঝা যায় এ সংক্রান্ত প্রকাশিত খবর তথ্যনির্ভর নয়।

ভারতের টাইমস অব ইন্ডিয়া বাংলায় লেখা ওই পোস্টের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সম্ভাব্য হামলার হুমকি দিয়েছে আইএস। গত বৃহস্পতিবার রাতে আইএসের ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ...’ লেখা ওই পোস্টাটি প্রকাশ হয়। কিন্তু এখন বোঝা যাচ্ছে সংবাদটি নির্ভরযোগ্য ছিল না এবং প্রকাশের আগে এর সঠিকতা যাচাই করা হয়নি।

বাংলায় লিখিত পোস্টে মুরসালাত নামে আইএসের একটি শাখা সংগঠনের লোগো রয়েছে বলেও জানায় টাইমস অব ইন্ডিয়া। খবরে আরো বলা হয়, শ্রীলঙ্কায় সাম্পতিক ভয়াবহ সিরিজ বোমা হামলার পর গোয়েন্দা সংস্থাগুলো এই পোস্টটিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন মতে, জামাত উল মুজাহিদিনের (জেএমবি) সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা রয়েছে। জেএমবিকে তাদের দলে সদস্য নিয়োগের জন্য কলকাতা ও পশ্চিমবঙ্গে মাঝে মাঝেই তৎপর হতে দেখা যায়।

নিউজওয়ান২৪.কম/আরকে

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত