ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের উপদেষ্টা হলেন এরিক মোরশেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:২৮, ২৯ মে ২০২৩  

এরিক মোর্শেদ- ফাইল ফটো

এরিক মোর্শেদ- ফাইল ফটো


বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন এরিক মোরশেদ। 

রোববার (২৮ মে) বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান প্রফেসর ইউসুফ পারভেজ স্বাক্ষরিক এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এরিক মোরশেদ বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য। বিশিষ্ট বঙ্গবন্ধু ও কূটনৈতিক গবেষক এরিক মোরশেদ লাওসে অনারারি কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের গভর্নিং বডির এক সভায় সর্বসম্মতভাবে উপদেষ্টা মন্ডলীর সদস্য পদে এরিক মোরশেদকে অনুমোদন দেওয়া হয়েছে।

চিঠিতে আরো জানানো হয়, প্রতিষ্ঠানটি দৃঢ় বিশ্বাস করে, এরিক মোর্শেদ তার জ্ঞান, অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক প্রজ্ঞা আগামীতে এই গবেষণা কেন্দ্রের কার্যক্রমকে এগিয়ে নিতে অবদান রাখবেন ও এই গবেষণা কেন্দ্রকে আরো গতিশীল করবেন।

উল্লেখ্য, এরিক মোরশেদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলারসের বিজনেস স্টাডিস বিভাগের অ্যাসিসটেন্ট প্রফেসর হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বঙ্গবন্ধুর জীবনদর্শন ও আদর্শ নিয়ে গবেষণা করছেন। এছাড়া আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটিতে কৃতিত্বের সঙ্গে অবদান রেখে চলেছেন এরিক মোরশেদ।

নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ 

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত