ঢাকা, ১৮ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

প্রধানমন্ত্রীর ভারত সফরে ৮ সমঝোতা স্মারক

প্রকাশিত: ০৮:২৬, ২ অক্টোবর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে বহুদিন ধরে অমীমাংসিত তিস্তার পানি বণ্টন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু গুরুত্ব পাবে। এ ছাড়া দু-দেশের মধ্যে ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। 

কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩-৪ অক্টোবর ইন্ডিয়া ইকোনমিক সামিট হবে ভারতে। এতে শেখ হাসিনার সঙ্গে যৌথভাবে কো-চেয়ার থাকতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি। এ জন্য বৃহস্পতিবার ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সামিটে অংশ নেয়ার পাশাপাশি ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও অংশ নেবেন তিনি। ৫ অক্টোবর এ বৈঠক হওয়ার কথা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সফরে দু-দেশের মধ্যে যোগাযোগ, সংস্কৃতি, কারিগরি সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ খাতে প্রায় ৮টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। তবে এ সংখ্যা শেষ মুহূর্তে বাড়তে বা কমতেও পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

এদিকে ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, দুই প্রধানমন্ত্রীর মধ্যে তিস্তা ও রোহিঙ্গা ইস্যুসহ সব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

সূত্র জানায়, ভারতের ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন (এনআরসি) বিষয়েও বাংলাদেশের উদ্বেগ রয়েছে। তবে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে উদ্বিগ্ন না হতে বাংলাদেশকে আশ্বস্ত করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ প্রতিবেশী দেশকে এ ইস্যুতে বিশ্বাস করতে চায়।

নিউজওয়ান২৪.কম/এমজেড

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত