ঢাকা, ১৬ জুলাই, ২০২৫
সর্বশেষ:

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:১৪, ৪ মার্চ ২০১৯  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে খবরটি জানা গেছে।

সোমবার (৪ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ চারজনের নিয়োগ সংক্রান্ত ফাইলে সম্মতি দিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠিয়েছেন। রাষ্ট্রপতির স্বাক্ষর করলে চারজনের নামে গেজেট জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাজনৈতিক এবং কৃষিবিদ হুমায়ুন বিশেষ সহকারী অর্থনৈতিক হতে চলেছেন।

এছাড়া প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক অ্যাসাইনমেন্ট অফিসার গাজী হাফিজুর রহমান লিকু। লিকুর স্থলে প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা আরিফুজ্জামান নুরুন্নবী।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত