ঢাকা, ২৯ মার্চ, ২০২৪
সর্বশেষ:

প্রধানমন্ত্রীর নামে খোলা ৭৫২ ভুয়া ফেসবুক আইডি বন্ধ করল এনটিএমসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০০, ৮ ফেব্রুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে খোলা ৭৫২টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্টসহ মোট ১৩৩২টি অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) গত কয়েকদিনে এসব অ্যাকাউন্ট বন্ধ করে। এনটিএমসির সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এনটিএমসি সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি সংঘবদ্ধ কুচক্রী মহল স্যোশাল মিডিয়া ফেসবুকে বিভিন্ন গুজব সৃষ্টি ও অপপ্রচারের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্টে সক্রিয় হয়ে উঠেছে। জনমনে বিভ্রান্তি ছড়াতে এবং ব্যক্তিগত সুবিধা হাসিল করার উদ্দেশে দুষ্কৃতিকারীরা বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার নামে ভুয়া আইডি ও পেজ খুলে ক্রমাগত গুজব চালিয়ে আসছিল। এমনকি প্রধানমন্ত্রী ও তার পরিবারবর্গের নামে ভুয়া আইডি/পেজ খুলে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালিয়ে দেশ ও বিদেশে সরকারের সুনাম ক্ষুণ্নের অপচেষ্টায় লিপ্ত ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ও প্রোপাগান্ডা রোধে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) অনুমোদনবিহীন ভুয়া পেজ ও আইডি বন্ধে উদ্যোগ গ্রহণ করে। এক্ষেত্রে এনটিএমসি ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ স্থাপনের মাধ্যমে ২৭ জানুয়ারি পর্যন্ত প্রধানমন্ত্রীর নামে পরিচালিত ৭৫২টি আইডিসহ সর্বমোট ১৩৩২টি ভুয়া ফেসবুক আইডি বন্ধ করে।

এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ এনটিএমসির উদ্যোগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ বাংলাদেশ নির্বাচন কমিশন, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীর নামে ফেসবুকে পরিচালিত অনুমোদনবিহীন ২৮৮টি পেজ, ২৮টি গ্রুপ এবং ৭১টি অপপ্রচারমূলক আইডি মুছে ফেলা হয়েছে।

নিউজওয়ান২৪/আ.রাফি

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত