ঢাকা, ২৯ মার্চ, ২০২৪
সর্বশেষ:

প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৮, ১৫ জানুয়ারি ২০১৯  

সালমান ফজলুর রহমান (ফাইল ছবি)

সালমান ফজলুর রহমান (ফাইল ছবি)

মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন সালমান এফ রহমান।

মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩ (বি) (১) এ প্রদত্ত ক্ষমতাবলে ১৫ জানুয়ারি ২০১৯ তারিখে সালমান ফজলুর রহমানকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ প্রদান করেছেন। এ নিয়োগ অবৈতনিক। উপদেষ্টা থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা পাবেন।

উল্লেখ্য একাদশ সংসদ নির্বাচনে দোহার-নবাবগঞ্জ নিয়ে গঠিত ঢাকা-১ আসনে চার লাখ ৪০ হাজার ৪০৭ ভোটের মধ্যে তিন লাখের বেশি ভোট পেয়ে নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী সালমান এফ রহমান।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত