ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

পেশাগত দক্ষতা বিবেচনায় সেনা সদস্যদের পদোন্নতি: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৩, ১৬ জুন ২০১৯  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত)

মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস, নেতৃত্ব, পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও আনুগত্য বিবেচনা করে সেনা সদস্যদের পদোন্নতি দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আজ রোাববার সকালে ঢাকা সেনানিবাসে সেনাসদর নির্বাচনী পর্ষদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

শেখ হাসিনা বলেন, ‘সেনা সদস্যদের মনোবল বৃদ্ধিতে সরকার সম্প্রসারণ ও কল্যাণমুখী পদক্ষেপ নিয়েছে।’ এ সময় একটি আধুনিক ও যুগোপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকারের নেয়া কর্মকাণ্ড তুলে ধরেন তিনি।

দেশপ্রেম, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য বজায় রেখে সেনা সদস্যদেরকে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে গণতন্ত্রকে সুসংহত করতে সুশৃঙ্খল ও শক্তিশালী সেনাবাহিনী সহায়ক ভূমিকা পালন করবে বলেও জানান শেখ হাসিনা।

নিউজওয়ান২৪.কম/জাডি

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত