ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:

নববর্ষের অনুষ্ঠানও বন্ধের ঘোষণা

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৮, ৩১ মার্চ ২০২০  


কভিড-১৯ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যোগাযোগ ঠিক রেখে আমাদের সাধারণ ছুটি বাড়াতে হতে পারে। হয়তো ছুটি ৯ তারিখ (এপ্রিল) পর্যন্ত বাড়াতে হতে পারে। করোনা ভাইরাসের কারণে সরকার মুজিববর্ষসহ সব কর্মসূচি স্থগিত করেছে। যাতে মানুষ সমাগম কম হয় তার জন্য এটা করা হয়েছে। এবার নববর্ষের অনুষ্ঠানও বন্ধ থাকবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, করোনায় কর্মহীনদের তালিকা তৈরি করে ত্রাণসামগ্রী সরবরাহ করতে হবে। এই কাজে কোনো ধরনের দুর্নীতি অনিয়ম সহ্য করা হবে না। সহযোগিতা যেন সবাই সমানভাবে পায় তা দেখতে হবে। কেউ যেন বারবার না পায়, কেউ যেন বঞ্চিত না হয়, সেটা দেখতে হবে। 

নিউজওযান২৪.কম/এমজেড

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত