ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

নতুনরা থাকবেন নজরদারিতে, পুরনোরা ব্যর্থ নয়: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১০:১১, ৯ জানুয়ারি ২০১৯  

নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান (ছবি-সংগৃহীত)

নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ এবং আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান (ছবি-সংগৃহীত)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নতুনদের মন্ত্রী বানিয়েছি এর মানে এই নয় যে, পুরনোরা ব্যর্থ ছিলেন। 

পুরনোরা সফল ছিল বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে। নতুনদের বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতে। তবে সবাইকে কঠোর নজরদারিতে রাখা হবে।

মঙ্গলবার গণভবনে নতুন মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, নতুনদের জায়গা (মন্ত্রিসভা) দেয়া হয়েছে- যাতে তারা সব কাজ বুঝে এবং পরবর্তী প্রজন্মের পথে এগিয়ে নিতে পারে। আর পুরনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

নিউজওয়ান২৪/এনআর

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত