ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ডিপ্লোম্যাট’র প্রচ্ছদে ‘শেখ হাসিনা: দ্য মাদার অব হিউম্যানিটি’

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩:২৩, ১৫ সেপ্টেম্বর ২০১৯  

ইউরোপ থেকে প্রকাশিত প্রভাবশালী কূটনীতি বিষয়ক ম্যাগাজিন ডিপ্লোম্যাট-এর এবারকার প্রচ্ছদে এবার স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পত্রিকাটি ‘শেখ হাসিনা: দ্য মাদার অব হিউম্যানিটি’ শিরোনামে কাভার স্টোরি প্রকাশ করেছে।

গত বৃহস্পতিবার দ্য হেগ’র একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে নেদারল্যান্ডসের বিশ্ববিখ্যাত ম্যাগাজিনটির এই ইস্যুর কভার উন্মোচন করা হয়।

ইউএনবি জানায়, অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইরান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, প্যালেস্টাইন, ইয়েমেন, মরক্কো, তিউনিসিয়া, অ্যাঙ্গোলা, সুইডেন, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, ইউক্রেন, বসনিয়া-হার্জেগোভিনা, ভ্যাটিকান, কসোভো, ব্রাজিল, কিউবা, পেরু, চিলি, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন।

নিউজওয়ান২৪.কম/আরএম

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত