ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

ডাক্তার কর্মস্থলে না থাকলে আইনি ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানবতার সেবার মাধ্যমে একটি জাতি ঐক্যবদ্ধ হয় এবং এগিয়ে যায়।

রক্তদান এমনই একটি মহৎ সেবা; যার মাধ্যমে স্বেচ্ছা রক্তদাতারা মানবতার সেবা করার মতো মহৎ কাজের সুযোগ পাচ্ছেন।

চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ডাক্তারদের কর্মস্থলে অনুপস্থিতি নিয়ে অনেক কথা হচ্ছে। যেসব ডাক্তার কর্মস্থলে উপস্থিত থাকবে না তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সোহরাওয়ার্দী হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডাক্তার, নার্স ও সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসেছিল বলেই এত বড় দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত