ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:

টিকা নিলেও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:৪২, ২২ ফেব্রুয়ারি ২০২১  

টিকা নিলেও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে: প্রধানমন্ত্রী

টিকা নিলেও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের টিকা নিলেও স্বাস্থ‌্য সুরক্ষার নিয়ম মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (সোমবার) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’র কর্মসূচি হিসেবে এই সভার আয়োজন করে আওয়ামী লীগ। 

সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, টিকা নিলেও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলতে হবে। মাস্ক পরতে হবে, হাত ধুতে হবে- এটা কিন্তু মেনে চলতে হবে।

তিনি বলেন, সবাইকে সুরক্ষিত রাখার ব্যবস্থা করতে হবে। কারণ এটা এখন গবেষণা পর্যায়ে আছে। তবুও অন্তত মানুষকে সুরক্ষা দিচ্ছে। সুরক্ষা দিলেও নিজেকে আরো সুরক্ষিত রাখতে হবে। দ্বিতীয় ডোজও দিতে হবে।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত