ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

টানা তৃতীয় ও চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫, ৭ জানুয়ারি ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ নিয়ে তিনি চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন।

আজ রোববার বিকেলে সাড়ে ৩টায় বঙ্গভবনে একাদশ জাতীয় সংসদের নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়। সবার আগে বিকেল ৩টা ৩৯ মিনিটে শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নিয়মঅনুযায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন ও গোপনীয়তার শপথ নেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান। এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার ৪৬ সদস্য। ২৪ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী ও ৩ উপমন্ত্রীর শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হলো নতুন সরকারের দায়িত্ব।

একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শেখ হাসিনা নতুনদের নিয়ে সাজিয়েছেন তার নতুন সরকার।

গত ৩ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সংসদ নেতা হিসেবে পুনর্নির্বাচিত করা হয়। এর আগে ওইদিন (৩ জানুয়ারি) সকালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় আওয়ামী লীগ।

এর আগে ২০০৯ সালে নবম সংসদ ও ২০১৪ সালে দশম সংসদের পর এবার টানা তৃতীয় মেয়াদে সংসদ নেতা নির্বাচিত হলেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে সপ্তম সংসদেও সংসদ নেতার ভূমিকায় ছিলেন বঙ্গবন্ধুকন্যা।

নিউজওয়ান২৪/এনআর

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত