ঢাকা, ১৯ মে, ২০২৪
সর্বশেষ:

জাতীয় নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ নেই: সিইসি

নিউজওয়ান২৪ ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ২২ ডিসেম্বর ২০২২  

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি


প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের ওপর আন্তর্জাতিক কোনো চাপ নেই।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান।

কাজী হাবিবুল আউয়াল বলেন, জাতীয় নির্বাচন নিয়ে রাষ্ট্রদূতরা যে মন্তব্য করছেন, তা নিয়ে কমিশনের কিছু বলার নেই। তবে নির্বাচন নিয়ে কমিশনের ওপর কোনো চাপ নেই।

এসময় প্রধান নির্বাচন কমিশনার আরো বলেন, জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। এখানে নির্বাচনে কোনো দলকে বাধ্য করা হচ্ছে না। আমরা নির্বাচনে সব দলকে অংশগ্রহণ করতে আহ্বান করছি। বিরোধী দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে তবে নির্বাচন আরো অংশগ্রহণমূলক হবে। আমরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব বিরোধী দল অংশগ্রহণ করবে।

এ সময় ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে ৫০ থেকে ৬০টি আসনে ইভিএম মেশিনে নির্বাচন করার সক্ষমতা আছে নির্বাচন কমিশনের।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক এ কে এম হুমায়ুন কবির, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, আইডিইএ প্রকল্পের (২য় পর্যায়) প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম ও পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম।

নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত