ঢাকা, ২৬ এপ্রিল, ২০২৪
সর্বশেষ:

আবারও ইসির সভা বর্জন করলেন মাহবুব তালুকদার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৪, ১৫ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

মতের মিল না হওয়ায় আবারও নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

সোমবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে বের হয়ে আসেন তিনি।

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নিজেই নোট অব ডিসেন্ট দিয়ে সভা বর্জনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, বেলা ১১টায় নির্বাচন কমিশনের ৩৬তম সভা শুরু হয়। বিভিন্ন বিষয়ে মতের মিল না হওয়ায় এবং তার মতামতের যথাযথ মূল্যায়ন না করার কারণে নোট অব ডিসেন্ট দেন মাহবুব তালুকদার।

এক পর্যায়ে সভা শুরু হওয়ার ১০ মিনিট পর সভা বর্জন করে বের হয়ে নিজের রুমে চলে আসেন এ নির্বাচন কমিশনার।

এর আগে গত ৩০ আগস্ট কমিশনের ৩৫তম সভায়ও নোট অব ডিসেন্ট দিয়ে বর্জন করেছিলেন তিনি।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত