ঢাকা, ২৯ মে, ২০২৫
সর্বশেষ:

অভিনেতা আহমেদ শরীফকে প্রধানমন্ত্রীর অনুদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০০, ১৮ এপ্রিল ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

চলচ্চিত্রের এক সময়ের পর্দা কাঁপানো খলনায়ক, শক্তিমান অভিনেতা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি আহমেদ শরীফের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আহমেদ শরীফ ও তার স্ত্রীর চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহমদ শরীফের হাতে অনুদানের চেক তুলে দেন। অনুদানের চেক গ্রহণকালে অভিনেতা আহমদ শরীফ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

৭৬ বছর বয়সি অভিনেতা আহমেদ শরীফ দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

সুভাষ দত্ত পরিচালিত ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করা আহমেদ শরীফ পরবর্তীতে খলনায়ক হিসেবে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। ১৯৭৬ সালে দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় ‘বন্দুক’ ছবিতে খলনায়ক হিসেবে ডাকসাইটে এই অভিনেতার অভিষেক হয়।

নিউজওয়ান২৪/ইরু

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত