ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:

শুরু হচ্ছে উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:২২, ১১ মার্চ ২০২১  

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুরু হতে যাচ্ছে ‘এসএমসি স্মার্ট পিল প্রেজেন্টস, উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১’ অনুষ্ঠান। প্রতিবছর মার্চের ৮ তারিখটিকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের নারীরা বিভিন্ন ক্ষেত্রে আর পিছিয়ে নেই। নারী দিবসের পরপরই তাই আগামী ১২ও ১৩ই মার্চ রাজধানীর ওয়েস্টিন হোটেলের বল রুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইদিনব্যাপী এই জমকালো অনুষ্ঠান।

মূলত ১২ই মার্চ বিকেল ৩টায় মূল অনুষ্ঠান উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং বর্তমান শিক্ষামন্ত্রী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা: দীপু মনি ভার্চুয়ালে যোগ দিবেন।

উইমেন লিডারশিপ করপোরেশন (ডাব্লিউ এলসি)-এর প্রেসিডেন্ট মারিয়া মৃত্তিক এই আয়োজন নিয়ে বলেন, যেসব নারীরা সমাজে নিজ উদ্যোগে প্রতিনিয়ত নতুন কিছু সৃষ্টি করেছেন এবং সকল বাধা বিপত্তি পেরিয়ে নিজ জায়গাতে সফলতা পেয়েছেন, মূলত তাদের জন্যই আমার এবারের আয়োজন।

যেসব ক্যাটারগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হবে: ১. কর্পোরেট প্রফেশনাল, ২. কন্ট্রিবিউশন ইন এডুকেশন ৩. ওয়েডিং ইভেন্ট প্ল্যানার ৪. ইভেন্ট অর্গানাইজার, ৫. বেকার ৬. মেকআপ আর্টিস্ট ৭. ফ্যাশন ডিজাইনার ৮. মডেস্ট ক্লোথিং ৯. ফটোগ্রাফার ১০. রেস্টুরেন্ট ১১. কন্ট্রিবিউশন ইন উইমেন ইমপাওয়ারমেন্ট ১২. পাইওনিয়ার ইন হারবাল প্রোডাক্ট ১৩. জুয়েলারী ডিজাইনার ১৪. বেস্ট পার্টনার উইমেন ইন পেমেন্ট টেকনোলজি ১৫. কন্ট্রিবিউশন ইন লেদার ইন্ডাস্ট্রি এবং ১৬. ইনফ্লুয়েন্সার।

এসএমসি স্মার্ট পিল প্রেজেন্টস, ‘উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১’ শীর্ষক এ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই থাকছে রুপায়ন সিটি। সার্পোটেড বাই থাকছে দারাজ, ইন পার্টনারশিপ উইথ পিউয়িরিটি, অ্যাসোসিয়েশন উইথ উইমেন ক্যান। কো-স্পন্সর হিসেবে থাকছে জয়া, জাডা বাই মৌসুমী কবির, আফরিন, আজরিনা’স ওয়ারড্রব।

নিউজওয়ান২৪/আই

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত