ঢাকা, ০৬ মে, ২০২৪
সর্বশেষ:

বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫টি ঘোড়া উপহার দিলো ভারত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২২, ৫ এপ্রিল ২০২১  

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ১৫টি ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

আজ (রবিবার) সন্ধ্যায় বেনাপোল বন্দর দিয়ে নো-ম্যান্সল্যান্ডে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল আনোয়ার হোসেন ও ভারতীয় সেনাবাহিনীর পক্ষে ছিলেন কলকাতার আর ভিসি ইউনিটের কর্নেল আর কে সাজেত।

গত ১০ নভেম্বর বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর উপহার দিয়েছিল ভারতীয় সেনাবাহিনী।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল আওয়াল জানান, আনুষ্ঠানিকতা শেষে সেনাবাহিনীর কয়েকটি ট্রাকে করে ঘোড়াগুলোকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত