ঢাকা, ০৫ মে, ২০২৪
সর্বশেষ:

অপারেশন সফল, ৬ বন্দুকধারী নিহত ধরা পড়েছে একজন: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২:৪৮, ২ জুলাই ২০১৬   আপডেট: ১০:১১, ৫ জুলাই ২০১৬

ঢাকা: গুলশানে স্প্যানিশ রেস্টুরেন্ট হলি আর্টিসানে জঙ্গিদের কবল থেকে জিম্মিদের উদ্ধার অভিযানে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া জঙ্গি হামলায় জড়িত একজনকে জীবিত পাকড়াও করা গেছে বলেও জানান তিনি।

শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।

শনিবার সকালে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ওই স্প্যানিশ রেস্টুরেন্টে কমান্ডো অভিযান চালিয়ে জিম্মি সঙ্কটের অবসানের ঘণ্টা কয়েক পর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে আসেন সরকার প্রধান শেখ হাসিনা।

ঘটনাটিকে জঙ্গি হামলা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অপারেশন সফল হয়েছে, কমান্ডো অপারেশনে ১৩ জনকে বাঁচাতে পেরেছি।

প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি দমন করতে গিয়ে আমাদের দুজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে তাদের পদক্ষেপের কারণে কোনো জঙ্গি পালাতে পারেনি। এর মধ্যে আমাদের সেনাবাহিনী, নৌবাহিনীসহ কমান্ডোদের নিয়ে আসা হয়। র‍্যাব-বিজিবিও সেখানে প্রস্তুত ছিল।

গতকাল (শুক্রবার) রাতে গুলশান-২ এর হলি আর্টিজান বেকারি নামক স্প্যানিশ রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলা ও প্রায় ২০ জন বিদেশি সহ ৩০/৩৫ জনকে জিম্মি করে অজ্ঞাত পরিচয় জঙ্গিরা।

নিউজওয়ান২৪.কম/এসআর

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত