ঢাকা, ১০ নভেম্বর, ২০২৫
সর্বশেষ:

২০২৬ সালের সরকারি ছুটি অনুমোদন, প্রজ্ঞাপন জারি

নিউজওয়ান২৪ ডেস্ক

প্রকাশিত: ২৩:৩১, ৯ নভেম্বর ২০২৫  

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। রবিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে আরো ১৪ দিনের ছুটি থাকছে।

অন্যদিকে ২০২৬ সালে ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিস্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারীরা মোট ২ দিন ছুটি নেওয়া যাবে। 

এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটির তালিকার অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। ওইদিন প্রেস সচিব শফিকুল আলম জানান, আগামী বছর নির্বাহী আদেশে এবং সাধারণ ছুটি মোট ২৮টি। তবে এরমধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে।

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত