ঢাকা, ০৫ মে, ২০২৫
সর্বশেষ:

স্বজন বিয়োগ বেদনায় ভারাক্রান্ত ভাই-বোন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:০৭, ২৪ এপ্রিল ২০১৯  

শোকাতুর শেখ সেলিমকে সান্তনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনিও বিষাদাক্রান্ত হয়ে পড়েন

শোকাতুর শেখ সেলিমকে সান্তনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনিও বিষাদাক্রান্ত হয়ে পড়েন

শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় আদরের নাতি শিশু জায়ান নিহত হয়েছে সেলিমের- অসহনীয় শোকে বুক ভার হয়ে আছে তার । গতকাল মঙ্গলবার তার সামনে এসে প্রধানমন্ত্রীও আবেগাপ্লুত হয়ে পড়েন, ভিজে আসে চোখ। তার ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের ঘাড়ে হাত রেখে এসময় সান্ত্বনা দেন বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনার সময়ে প্রধানমন্ত্রী ব্রুনাইতে ছিলেন। সেখানে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে ভঅষণ দানকালে তিনি এ ঘটনার উল্লেখ করে শ্রীলঙ্কায় থাকা তার স্বজনদের জন্য আশংকা প্রকাশ করে সবার কাছে দোয়া চান। 

গত রবিবার খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে পালনকালে শ্রীলঙ্কার তিনটি গীর্জা ও তিনটি পাঁচতারা হোটেলে ভয়াবহ বোমা হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৯ জনে যার মধ্যে আছেন শেখ সেলিমের  ৮বছর বয়সী নাতি জায়ান। উত্তরায় সানবিম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল সে। ওই হামলায় গুরুতর আহত হয়ে এখনও শ্রীলঙ্কার আনশ্রী সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন জায়ানের বাবা মশিউল হক চৌধুরী।

নিউজওয়ান২৪.কম/পিএন

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত