ঢাকা, ২৪ আগস্ট, ২০২৫
সর্বশেষ:

ভারতের নতুন হাইকমিশনার ঢাকায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫১, ২৩ সেপ্টেম্বর ২০২২  

প্রণয় কুমার ভার্মা

প্রণয় কুমার ভার্মা


বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ঢাকায় এসে পৌঁছেছেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা ঢাকায় এসে পৌঁছেছেন বলে হাইকমিশনের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করে তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রদূতের দায়িত্ব গ্রহণ করবেন।

এর আগে তিনি ভিয়েতনামে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

প্রণয় কুমার ভার্মা ১৯৯৪ সালে ইন্ডিয়ান ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি হংকং, সানফ্রানসিসকো, বেইজিং, কাঠমান্ডু ও ওয়াশিংটনে দায়িত্ব পালন করেছেন।

ভারতের বিদায়ী হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হবেন প্রণয় কুমার ভার্মা।

এর আগে ভারতীয় সংবাদমাধ্যম উইঅন এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হবেন।

নিউজওয়ান২৪.কম/রাজ

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত