ঢাকা, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সর্বশেষ:
টানা পাঁচদিন বৃষ্টির আভাস মুসলিম বিশ্বকে ‘ন্যাটো-ধাঁচের’ নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব তিস্তা প্রকল্প বাস্তবায়নে কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে চীন

বিদ্যুতের দাম বাড়ল আবারও 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৩, ১ মার্চ ২০২৩  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি


দেশে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে আবারও। এবার ভোক্তাপর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হলো।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর সেটি গেজেট আকারেও প্রকাশিত হয়।

সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের এই মূল্য বৃদ্ধি করা হয়েছে। মার্চ মাসের বিল থেকেই বিদ্যুতের নতুন দাম কার্যকর করা হবে।

এর আগে, গত জানুয়ারি মাসে দুই দফায় বিদ্যুতের দাম বাড়ায় সরকার। যা জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সর্বশেষ গত ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে বিদ্যুতের দাম খুচরা পর্যায়ে ৫ শতাংশ ও পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয়।

নিউজওয়ান২৪.কম/আরএডব্লিউ 

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত